Blog- HomeplansBD

Our Latest Blog

In our commitment to delivering comprehensive site analysis and planning services, we prioritize a thorough assessment of existing infrastructure to optimize the design, functionality, and sustainability of every project.

জি এটা সম্ভব!!
কম খরচের আধুনিক বাড়ি আমরা সবাই চাই। একারণে আমাদের বুঝতে হবে কি কারণে আমাদের খরচ বাড়ে, এরপর আপনি নিজেই বুঝতে পারবেন, কিভাবে আপনি কম খরচে বাড়ি করতে পারবেন।
১. প্রথমত বাড়ি করার সময় আমাদের সঠিক পরিকল্পনা এবং বাজেট সম্পর্কে ধারণা থাকে না। যে কারণে খরচ বাড়ে।
২.বিভিন্ন ফেসবুক পোস্ট, ইউটিউব বা পরিচিত কোন কন্ট্রাক্টর এর প্ররোচনায় আমরা কাজে নামি মিস্টি কথায় এরপর কাজে নামার পরে, পিছনে ফেরার অপশন থাকে না, মিস্ত্রির কাছে জিম্মি হয়ে যায়। খরচ বাড়বে।
৩. মিস্তিরির ধারণা মাফিক ম্যাটিরিয়ালস কেনায় অনেক অপচয় হয়, খরচ বেড়ে যায়।
৪. বাড়ি তৈরি একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়া সম্পর্কে সঠিক ধারণা এবং ম্যানেজমেন্ট না থাকার কারণে বাড়ি তৈরির খরচ বাড়ে।
৫. সঠিক ভাবে মালামালের ব্যবহার এবং কাজের সময় সরাসরি ইঞ্জিনিয়ার এর তত্ববধান না থাকায় যেমন মালের অপচয় হয়, তেমনি মিস্ত্রি তার খেয়াল মতো কাজ করে অপচয় এবং নিম্নমানের কাজ করতে থাকে।
৬. সর্বোপরি আপনার হাতে সঠিক ডিজাইন এবং এস্টিমেট ও কস্ট এনালাইসিস থাকলে আপনিই ধাপে ধাপে কি কাজ করতে হবে বুঝতে পারবেন এবং কোন স্টেজে কি কি পরিমাণ খরচ হবে সেটা আপনার কাছে লিপিবদ্ধ থাকবে তাই অপচয় হওয়ার সুযোগ থাকবে না। আপনার বাড়ি নির্মানের খরচ ৮ থেকে ১০ শতাংশ কমে যাবে।
সকল ধরণের স্থাপত্য ও অবকাঠামো নির্মাণে আমরা আছি দীর্ঘসময় ধরে আপনাদের পাশে -
"আপনার স্বপ্নের ঠিকানাকে দৃষ্টিনন্দন ও আধুনিকতার স্পর্শে রাঁঙাতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে "

Client History
Md Mohsin Uddin
Location
মেইন রোড-বাহার ট্রেডার্স সংলগ্ন
বাংলাবাজার সোনাইমুড়ী নোয়াখালী।
Proposed 05 storied commercial cum residential building
Land area 10 decimals
Arrangement in ground & 1st floor
Fully Shopping centre space
Typical floor area
03 unit plan accommodation.
Structure…North facing for commercial use
East facing for residential use.

Client History
Moulana omor faruk gong
Location :
West side of ghandi asrom trust
Joyag sonaimuri noakhali
Work Status
Ground floor slab shuttering work on going.

This project after finishing is very glamorous


Ready to Enhance Your Project's Infrastructure?

Contact HomeplansBD to discuss how our expertise in infrastructure considerations can contribute to the success of your upcoming project. We are dedicated to optimizing infrastructure for functionality, sustainability, and future adaptability.